বাস চলাচলের সময়সূচী

জাবিপ্রবির নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে,যেখানে রয়েছে ৩ টি বাস।এবং আরোও নতুন বাস বহরে যুক্ত হওয়ার অপেক্ষায়

  1. যমুনা

  2. শঙ্খচিল

  3. ব্রহ্মপুত্র

সকালের ট্রিপ - ১ :

ফৌজদারি মোড় থেকে ক্যাম্পাস:

  1.  সকাল ৮ টা (যমুনা)
  2. সকাল ৮ টা ৫ (শঙ্খচিল)
  3. সকাল ৮ টা ১০ (ব্রহ্মপুত্র)

সকালের ট্রিপ - ২ :

ফৌজদারি মোড় থেকে ক্যাম্পাস:

  1.  সকাল৯ টা (যমুনা)
  2. সকাল ৯ টা ৫ (শঙ্খচিল)
  3. সকাল ৯ টা ১০ (ব্রহ্মপুত্র)

দুপুরের ট্রিপ - ১:

ক্যাম্পা হতে ফৌজদারি মোড়:

  1.  দুপুর ২ টা (শঙ্খচিল )
  2. দুপুর ২ টা ৫ (যমুনা)
  3. দুপুর ২ টা ১০  (ব্রহ্মপুত্র)

দুপুরের ট্রিপ - ২:

ক্যাম্পাস হতে ফৌজদারি মোড়: 

  1.  দুপুর ৩ টা (শঙ্খচিল )
  2. দুপুর ৩ টা ৫ (যমুনা)
  3. দুপুর ৩ টা ১০  (ব্রহ্মপুত্র)

বিকালের ট্রিপ - ১:

ক্যাম্পাস হতে ফৌজদারি মোড়: 

  1.  সকাল ৩ টা ১০ (যমুনা)

বিকালের ট্রিপ - ২ :

ফৌজদারি মোড় হতে ক্যাম্পাস:

  1. বিকাল ৩ টা ৩০ (যমুনা)

বিকালের ট্রিপ - ৩ :

ক্যাম্পাস হতে ফৌজদারি মোড় :

  1. বিকাল ৪ টা ১০ (শঙ্খচিল)

বিকালের ট্রিপ - ৪ :

ক্যাম্পাস হতে ফৌজদারি মোড় :

  1. বিকাল ৫  টা ১০ (শঙ্খচিল)

বিশেষ জরুরী নোটিশ!!!

বাসের রোড পরিবর্তনের নোটিস সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাঁচ রাস্তার ড্রেনেজ নির্মাণ কাজ চলমান থাকায় সাময়িকভাবে বাস চলাচলের রোড পরিবর্তন করা হয়েছে।
কাল থেকে বর্তমানে ক্যাম্পাসগামী বাসসমূহ পরর্বতী নিদর্শনা না দেওয়া পর্যন্ত ফৌজদারি মোড় → বকুলতলা →High School মোড় - হিরো সড়ক → কলেজ মোড় → স্টেডিয়াম → বিজিবি ক্যাম্প হয়ে ক্যাম্পাসে যাবে এবং একই রোড ব্যবহার করে ক্যাম্পাস থেকে ফৌজদারি মোড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সাময়িক এই পরিবর্তনের জন্য আমরা দুঃখিত। সকলের সহযোগিতা কাম্য।

ধন্যবাদান্তে,
পরিবহন কমিটি, জাবিপ্রবি।

SHONGKHOCHIL

JAMUNA

BRAHMAPUTRA